রাজবাড়ী থেকে স্বল্প দূরত্বে চলছে ৩ ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০১ আগস্ট ২০২৪
ফাইল ছবি

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে তিনটি ট্রেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে রাজবাড়ী টু ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। সেই সঙ্গে সকাল পৌনে ৭টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন। পরে ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় পোড়াদহের উদ্দেশ্যে।

এছাড়া সকাল সাড়ে ১০টায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে যায় ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী তুলনামূলক কম ছিল।

রাজবাড়ী থেকে স্বল্প দূরত্বে চলছে ৩ ট্রেন

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আজ সকাল থেকে রাজবাড়ী থেকে তিনটি ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে রাজবাড়ী এক্সপ্রেস ভাঙ্গায় এবং শাটল গোয়ালন্দ ঘাট হয়ে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সাড়ে ১০টার দিকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাটিয়াভাড়া এক্সপ্রেস ট্রেনটি। সব ট্রেনেই যাত্রী তুলনামূলক কম। তবে আশা করা হচ্ছে যাত্রীর সংখ্যা দ্রুতই বাড়বে।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য প্রতিটি ট্রেনে আরএনবি ও জিআরপি পুলিশের সদস্য রয়েছে।

রুবেলুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।