এক মণ ধানে একটি কাঁঠাল


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৮ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলের বাসাইলে এক মণ ধানের দরে বিক্রি হচ্ছে একটি কাঁঠাল। কাঁঠালের মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় উপজেলার কাঞ্চনপুর ছনকাপাড়ার কৃষক নূর আলমের গাছে আগাম কাঁঠাল পাকায় এ সুফল পেয়েছেন তিনি। বেশি মূল্যে বিক্রি করা যাবে এই আশায় তিনি উপজেলার পৌর-শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। হতাশ হননি তিনি।

প্রতিটি কাঁঠাল ৫০০ টাকা করে বিক্রি করছেন। মৌসুমের শুরুতে গাছ পাকা কাঁঠাল খাওয়ার স্বাদই আলাদা, তাই ক্রেতারা টাকাকে গুরুত্ব না দিয়ে রসনা বিলাসকেই গুরুত্ব দিচ্ছেন। বাসাইল পৌর শহর ঘুরে ঘুরে তিনি কাঁঠাল বিক্রি করছেন। পাকা কাঁঠাল দেখে কেনার আগ্রহ নিয়ে ভীড় করেছেন ক্রেতারা।

কাঁঠাল ক্রেতা সফিক বলেন, এখনকার বাজারে ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ৭০০ টাকায়, কাঁঠাল আগাম পাকাতেই তিনি একটির মূল্যে নিচ্ছে ৫০০ টাকা, এক মণ ধান বিক্রি করলে একটি কাঁঠাল পাওয়া যায়।

কাঁঠাল বিক্রিতা আসা নূর আলম জাগো নিউজকে জানান, আমার ১০টি কাঁঠাল গাছ রয়েছে। প্রায় সবকটি গাছেই কাঁঠাল আগাম পেকেছে। গত দুইদিন আগে একটি কাঁঠাল ৪০০ টাকা বিক্রি করছি, আজ দুইটি কাঁঠাল ৫০০ টাকা করে এক হাজার টাকা বিক্রি করেছি।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।