আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের
ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনছার আলী হাওলাদার (৫৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। মৃতব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।
বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার ওই মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকেলে আসরের আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আতিকুর রহমান/এমকেআর