শুরু হচ্ছে ট্রেন চলাচল, স্টেশনে চলছে ধোয়া-মোছার কাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:১৩ এএম, ৩১ জুলাই ২০২৪

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে বর্তমান পরিস্থিতিতে কারফিউ শিথিল থাকা অবস্থায় বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। এ উপলক্ষে স্টেশন ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। বুধবার (৩১ জুলাই) সকালে দিনাজপুর স্টেশন চত্বরে গিয়ে এমনটিই দেখা যায়।

দিনাজপুর স্টেশন ধোয়া-মোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের তদারকি করছিলেন স্টেশন সুপার একেএম জিয়াউর রহমান।

তিনি বলেন, অনেক দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার জন্য স্টেশনে সাধারণের চলাচল সীমিত করা হয়। এতে করে স্টেশন চত্বরে ধুলা বালু ও ময়লা আবর্জনা জমে গেছে। আগামীকাল সকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। সে কারণে স্টেশন ধোয়া-মোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। যাতে করে যাত্রীরা স্টেশনে এসে স্বাস্থ্যসম্মত পরিবেশ পান।

শুরু হচ্ছে ট্রেন চলাচল, স্টেশনে চলছে ধোয়া-মোছার কাজ

তিনি বলেন, কামউটার, কাঞ্চনসহ লোকাল ট্রেনগুলো চলাচল করবে। আন্তঃনগর ট্রেন চলাচলের ব্যাপরে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।