নেত্রকোনায় দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ৩০ জুলাই ২০২৪
ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ইনচান আকন্দ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত অর্ধশত মানুষ। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এ ঘটনা ঘটে।

ইনচান আকন্দ উপজেলার পিজাহাতি (মাইজপাড়া) গ্রামের মৃত ফালু আকন্দের ছেলে। আহতদের মধ্যে লিপি আক্তার (৪০), নূপুর আক্তার (১৬), সানাউল কবির ডালিম (৪৫), আসাদ মিয়া (৪২), রাসেল মিয়া (২৮), রবি মিয়া (২৫) ও বাবলু বাঙ্গালীসহ (৩৫) অন্তত ২০ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, উপজেলার পিজাহাতি গ্রামের নির্মাণাধীন পাকা রাস্তায় বেশ কয়েকটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে ঠিকাদার রেজাউল করিম ভূঁইয়া সুমনের সঙ্গে সম্প্রতি একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে ইনচান আকন্দ নিহত হন। এসময় উভয়পক্ষের নারীসহ কমপক্ষে অর্ধশত লোকজন আহত হন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।