যুবলীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ৩০ জুলাই ২০২৪
যশোরে ফেনসিডিলসহ এক যুবলীগ নেতার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোর জেলা যুবলীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লার বাসায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরতলির বিরামপুর এলাকার বাসায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়।

অভিযানের সময় কেরামত আলী (৬০) পালিয়ে যান। এ ঘটনায় সুলতানা বেগম ও কেরামত আলী মোল্লার নামে মামলা হয়েছে।

যুবলীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কেরামত আলী ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে কেরামত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর জানতে পেরে তিনি পালিয়ে যান। পরে তার বসতঘর থেকে সাতটি বান্ডিলে ২৫ বোতল করে মোট ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল তার শোবার ঘরে খাটের নিচে সাজানো ছিল।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, কেরামত আলীর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।