ওভারটেক করতে গিয়ে বাস উল্টে নিহত ২, আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৯ জুলাই ২০২৪
একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ দুই যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের লাল মিয়া শেখের মেয়ে ফারজানা আক্তার নিশু (৩৭) ও রাজপাট গ্রামের দুলাল খানের ছেলে অসীম খান (৪৫)।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত রূপসী পরিবহনের একটি বাস খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া যাচ্ছিল। মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। এসময় ২৫ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই ফারজানা আক্তার নিহত হন। অসীমকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি নুরুজ্জামান শেখ বলেন, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।