রোববার চাঁদপুরে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:২৬ এএম, ২৮ জুলাই ২০২৪
রোববার ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে চাঁদপুরে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে জারি করা কারফিউ সারাদেশে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। চাঁদপুরে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত (১৫ ঘণ্টা) কারফিউ শিথিল থাকবে। পাশাপাশি রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ।

শনিবার (২৭ জুলাই) রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে প্রতিদিন এক ঘণ্টা করে কারিফউ শিথিল বাড়ছে। তবে কারফিউয়ের নির্ধারিত সময় শেষ হলে ঘোষিত আইন কার্যকর হবে।

কারফিউ শিথিলের সময়ে চাঁদপুরে সব ধরনের যানবাহন চলাচল করছে। বিশেষ করে শহর অঞ্চলে যানবাহন চলাচল স্বাভাবিক। জেলার বাইরে থেকেও আসছে পণ্যবাহী গাড়ি। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে পূর্ব নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শরীফুল ইসলাম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।