সেন্টমার্টিনগামী ট্রলারডুবি, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৭ জুলাই ২০২৪
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এছাড়া অজ্ঞাতপরিচয় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন সেন্টমার্টিন দক্ষিণপাড়ার আব্দুর রহমানের ছেলে মো. ফাহাদ (৩০) ও পশ্চিমপাড়ার আজম আলীর ছেলে মো. ইসমাইল (২৮)। তাদের সঙ্গে আরেক নিখোঁজ নুর মোহাম্মদ সৈকতের খোঁজ এখনো পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে টেকনাফের বড় ডেইল নাফ নদীর অংশ থেকে ওই দুজন ও মুন্ডার ডেইল থেকে অজ্ঞাতপরিচয় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, ২৪ জুলাই দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী ট্রলারটি যাত্রীসহ সাগরে ডুবে যায়। এ ঘটনায় নুর মোহাম্মদ সৈকত ও মো. ইসমাইল নিখোঁজ হলেও বাকি ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এরপর দুজন নিখোঁজের খবর পেয়ে সেন্টমার্টিন থেকে মো. ফাহাদসহ আরও কয়েকজন স্পিডবোটে ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন। এসময় স্পিডবোটটিও উত্তাল ঢেউয়ে উল্টে নিখোঁজ হন ফহাদও। নিখোঁজের দুদিন পর টেকনাফের নাফ নদী থেকে ফাহাদ ও ইসমাইলের মরদেহ উদ্ধার করা হলো।

সায়ীদ আলমগীর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।