ফরিদপুরে কারফিউ শিথিল, সড়কে বেড়েছে যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৪

ফরিদপুরে কারফিউ শিথিল থাকায় শহর ও বিভিন্ন রুটে যানবাহনের চাপ বেড়েছে। খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকেও লেনদেন হচ্ছে আগের মতো। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা।

শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুরে কারফিউ শিথিল হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

জেলা শহর ও বিভিন্ন উপজেলায় দেখা গেছে, দোকানপাট খোলা। রিকশা-অটোরিকশা মোটরসাইকেল, পিকআপ, নসিমন, করিমন, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া বাজারের বেশিরভাগ দোকান খোলা।

মধুখালী উপজেলা সদরের ব্যবসায়ী সুজিত কুমার সাহা জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনে কারফিউয়ের কারণে পরিবেশ শান্ত থাকলেও আমাদের ব্যবসা ভালো হয়নি। প্রথম কয়েকদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করায় দোকান খুললেও কাস্টমার পাওয়া যায়নি। তবে গত দুদিনে সকাল থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করায় ব্যবসায় গতি ফিরেছে।

আলফাডাঙ্গা সদর বাজারের ব্যবসায়ী আরিফুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, গত কয়েকদিন কারফিউ চলাকালে বাজারে জনসাধারণের চলাচল কমে গিয়েছিল। তবে গত দুদিন তারা বেচাকেনা করতে পারছেন।

বোয়ালমারী পৌর সদরের প্রদীপ মেশিনারিজের মালিক পল্লব বালা জাগো নিউজকে বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। কারফিউয়ের নির্দেশনা মেনে দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য চলছে।

শহরের রিকশাচালক নুর ইসলাম জাগো নিউজকে বলেন, কারফিউ শিথিল হওয়ার কারণে শহরের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করতে পারছে।

বাসচালক লিয়াকত হোসেন বলেন, শহরের বাস স্টেশন থেকেও বিভিন্ন রুটে লোকাল গাড়িগুলো নিয়মিত চলাচল করতে শুরু করেছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার জানান, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলাসহ পরিবেশ স্বাভাবিক।

এন কে বি নয়ন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।