পাকশী

রেলে প্রতিদিন আয় কমছে ১ কোটি ২৫ লাখ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৬ জুলাই ২০২৪
ফাইল ছবি

কোটা আন্দোলন ও চলমান কারফিউয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় পাকশী রেলওয়ে বিভাগের প্রতিদিন আয় কমেছে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত গত আটদিনে যাত্রী ও মালবাহী ট্রেন বন্ধ থাকায় মোট আয় কমেছে প্রায় ১০ কোটি।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জাগো নিউজকে আয় কমে যাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24রেলে প্রতিদিন আয় কমছে ১ কোটি ২৫ লাখ

পাকশী রেলওয়ে বিভাগ সূত্র জানায়, পাকশী রেল বিভাগের আওতাধীন ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এরমধ্যে আন্তঃনগর ৫৬টি, মেইল ও লোকাল ট্রেন ৫৮। এছাড়াও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল করে।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯ জুলাই (শুক্রবার) রাত থেকে ঢাকাসহ সারাদেশের সঙ্গে পাকশী রেল বিভাগের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাকশী রেল বিভাগে প্রতিদিন যাত্রী ও মালবাহী ট্রেনে গড়ে প্রায় এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ টাকা আয় হয়। ১৯ জুলাই রাত থেকে ২৬ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ১০ কোটি টাকা আয় কমেছে। গত সোমবার থেকে শুধুমাত্র তৈলবাহী ট্রেন পশ্চিমাঞ্চলে চলাচল করছে।

রেলে প্রতিদিন আয় কমছে ১ কোটি ২৫ লাখ

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম নূরুল আলম জাগো নিউজকে জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় পাকশী রেলের আয় কমছে। তবে পাকশী রেলওয়ে বিভাগে প্রতিদিনের আয় সঠিকভাবে নিরূপণ করা যায় না। এছাড়া অফিস বন্ধ থাকায় আয়ের সঠিক পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না। অফিস চালু হলে এ বিষয়ে সঠিক হিসাব জানানো যাবে।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জাগো নিউজকে জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে পাকশী রেলের প্রতিদিন এক কোটি ২৫ লাখ টাকার মতো আয় কমেছে। ১৯ জুলাই রাত থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত সোমবার থেকে পশ্চিমাঞ্চলে বিশেষ নিরাপত্তায় তেলবাহী ট্রেন চলাচল করছে।

শেখ মহসীন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।