স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াত-শিবির রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৫ জুলাই ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কোটা আন্দোলনকারীদের আবরণে বিএনপি-জামায়াত-শিবির তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা আশা করেছিলাম আপিল বিভাগের রায়কে শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে কোর্ট ও সরকারকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানাবে। পরিবর্তে কোমলমতি ছাত্রদের মধ্যে অনুপ্রবেশকারী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন জল অনেক দূর গড়িয়েছে। দুর্বৃত্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বগুড়ায় আন্দোলনকারীদের নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি অবকাঠামো পরিদর্শনকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান আরও বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ভিডিও দেখেও আলামত পর্যালোচনা করছি। অপরাধী যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক বগুড়া-৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-৩ আসনের এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন, বগুড়া-৭ আসনের এমপি ডা. মোস্তাফা আলম নান্নু প্রমুখ।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।