কোটা আন্দোলনে সহিংসতা, রাজশাহীতে গ্রেফতার ২৮২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৫ জুলাই ২০২৪
প্রতীকী ছবি

রাজশাহীতে কোটা আন্দোলনে সহিংসতার অভিযোগ ১৭টি মামলা হয়েছে। এরমধ্যে সাতটি মামলা করেছে রাজশাহী মহানগর পুলিশ। বাকি ১০টি করেছে রাজশাহী জেলা পুলিশ।

এসব মামলায় গত কয়েক দিনের অভিযানে মোট ২৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগর এলাকায় গত কয়েকদিনে সহিংসতা ও নাশকতার চেষ্টার অভিযোগ সাতটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়। গত কয়েক দিনের অভিযানে মোট ১৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানান, রাজশাহী জেলাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলায় ১৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আজ সকাল পর্যন্ত মোট ১১৯ জনকে গ্রেফতার করা হয়।

এসপি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই নাশকতার চেষ্টা করেছেন। এদের রাজনৈতিক পরিচয়ও আছে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।