জামালপুরে সহিংসতা
১০ মামলায় আসামি ২৮৪ জন
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় জামালপুর ১০টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ২৮৪ জনকে। গ্রেফতার হয়েছেন ২৪ জন।
পুলিশ বাদী হয়ে ৯টি এবং জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান একটি মামলা করেন।
বুধবার (২৪ জুলাই) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. সোহেল মাহমুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সদর থানায় ৫টি মামলায় ১৮০ জন আসামির মধ্যে ১০ জন গ্রেফতার। এছাড়াও সরিষাবাড়িতে একটি মামলায় ৩২ আসামির মধ্যে সাতজন গ্রেফতার, মাদারগঞ্জে একটি মামলায় ১৫ জন আসামির মধ্যে দুজন গ্রেফতার, ইসলামপুরে একটি মামলায় ১৬ আসামির মধ্যে দুজন গ্রেফতার, বকশীগঞ্জে একটি মামলায় ২৫ আসামির মধ্যে একজন গ্রেফতার এবং দেওয়ানগঞ্জে একটি মামলায় ১৬ আসামির মধ্যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মো. নাসিম উদ্দিন/জেডএইচ/জেআইএম