ভরা মৌসুমে পর্যটকশূন্য রাঙ্গামাটি
শ্রাবণ মাসে নতুন রূপে সাজে পার্বত্য জেলা রাঙ্গামাটি। এ সময় রাঙ্গামাটির প্রতিটি ঝরণা থাকে জলে ভরপুর। প্রতি বছর এ সময় যান্ত্রিক শহর থেকে পর্যটকদের আনাগোনা থাকে পাহাড়ে।
কিন্তু দেশে চলমান কারফিউতে গত সপ্তাহ জুড়ে রাঙ্গামাটি জেলা পর্যটকশূন্য হয়ে পড়েছে। আগে যেসব পর্যটক এসে আটকা পড়েছিলেন তারাও কারফিউ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে গন্তব্যে চলে গেছেন।
রাঙ্গামাটির রাজু আবাসিকের সত্ত্বাধীকারী রেজাউল হক বলেন, এ সময় রাঙ্গামাটিতে প্রচুর পর্যটক থাকার কথা। কিন্তু দেশের অস্থিরতার কারণে কোনো পর্যটক নেই। আমাদের ব্যবসার খুবই খারাপ অবস্থা।
মোটেল জর্জ আবাসিকের ম্যানেজার শরিফুল আলম বলেন, আমাদের এখানে ২০ জন পর্যটক কারফিউতে আটকা পড়েন। পরিস্থিতি শিথিল হওয়ায় তারা দুইদিন আগে চলে গেছেন। এখন কোনো পর্যটক নেই এবং এ সাপ্তাহে নতুন কোনো বুকিংও নেই।
একই চিত্র সাজেক ভ্যালিতে। চাঁদের বাড়ি রিসোর্টের সত্ত্বাধীকারী ইয়াছিন আরফাত জাগো নিউজকে জানান, দেশের অস্থিরতায় গত এক সাপ্তাহে কোনো পর্যটক নেই সাজেকে। কিন্তু অন্যান্য বছর এই সময়গুলোতে আমরা পর্যটকদের রুম দিতে পারতাম না। এত পর্যটকের সমাগম হতো।
সাইফুল উদ্দীন/এফএ/জেআইএম