ঘরের ভেতর পাওয়া গেলো বৃদ্ধ দম্পতির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৫ জুলাই ২০২৪

পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া এলাকায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বহালগাছিয়া টেঙ্গাতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী (৭৭) ও তার স্ত্রী হোসনেয়ারা লাইলী (৭০)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুইদিন যাবৎ আশরাফ আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে পরিবারের সদস্যরা বুধবার দুপুরে বাড়িতে খোঁজ করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দেওয়াল টপকে ভেতরে দু’জনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, এরইমধ্যে পুলিশের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে নিহতদের তিন দিন আগে সম্ভবত হত্যা করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর হত্যার সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আশরাফ আলী এবং হোসনেয়ারা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে থাকলেও ওই বাড়িতে শুধু ওই বৃদ্ধ দম্পতি বসবাস করতেন।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।