পরিবহন সংকটে ইলিশের বাজার মন্দা

শরীফুল ইসলাম শরীফুল ইসলাম , চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৪ জুলাই ২০২৪
সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ইলিশের আমদানি বেড়েছে

মৌসুম শুরু হলেও কয়েকদিন ধরে ইলিশের বাজার মন্দা। তবে সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আমদানি বেড়েছে। এতে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সরগরম হয়ে উঠেছে ইলিশ বাজার। যদিও কারফিউয়ের প্রভাবে ক্রেতা সংকট চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।

বুধবার (২৪ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে সরব ইলিশ ঘাট। প্রতিদিন ১৫০-২০০ মণ ইলিশ সরবরাহ হচ্ছে। তবে কারফিউয়ের কারণে গত কয়েকদিন মাছঘাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা।

পরিবহন সংকটে ইলিশের বাজার মন্দা

নবির হোসেন নামের একজন ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, ‘চলমান পরিস্থিতি ও কারফিউয়ের কারণে গত কয়েকদিন পরিবহন সংকটে অন্যান্য জেলায় ইলিশ পাঠানো সম্ভব হয়নি। ব্যবসায়ীরাও আসতে পারেননি। এজন্য বাজার মন্দা।’

তিনি জানান, বর্তমানে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০-১৪০০ টাকা, এককেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ ১৫০০-১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঘাটে মাছ কিনতে আসা হানু চন্দ্র দাস বলেন, ‘ঘাটের কয়েকটা আড়ত ঘুরে দেখেছি লোকাল ও আমদানি সব ইলিশেরই দাম বেশি। জাতীয় এ মাছ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

পরিবহন সংকটে ইলিশের বাজার মন্দা

হাজীগঞ্জ থেকে আসা ক্রেতা মামুন ও মোজাম্মেল বলেন, ‘আমরা ইলিশের বাড়ি চাঁদপুরের বাসিন্দা। তারপরও ইলিশের স্বাদ নিতে পারি না। কয়েক জায়গায় দাম শুনে দেখলাম, আমাদের ক্রয়ক্ষমতার বাইরে। যদি সাধ্যের মধ্যে পাই তাহলে কিনবো।’

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক। তিনি বলেন, গতবছর ইলিশের মৌসুমের এইসময় আড়াই থেকে তিন হাজার মণ ইলিশ আমদানি হয়েছে। কিন্তু এবার অনেক নিছে চলে এসেছে ইলিশের আমদানি। এখন প্রতিদিন স্থানীয় পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলে গড়ে ১৫০-২২০ মণ ইলিশ আমদানি হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় বছরজুড়েই জেলেরা ইলিশ পান। এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশের আমদানি বাড়ার সম্ভাবনাও রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।

শরীফুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।