ফেনীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
ফেনীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সেন্ট্রাল স্কুলের সামনের সড়ক হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে রাস্তায় বসে যান শিক্ষার্থীরা। পরে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সেন্ট্রাল স্কুলের সামনের সড়ক হয়ে মিছিল নিয়ে বড় মসজিদের সামনে এসে রাস্তায় বসে যান। পরে পুলিশ সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস