জাগো নিউজের সাংবাদিক মোবাশ্বির শ্রাবণ গুলিবিদ্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৮ জুলাই ২০২৪
সাংবাদিক মোবাশ্বির শ্রাবণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন জাগো নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ। তার মাথায় তিনটি গুলি লেগেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পেশাগত দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করছিল পুলিশ। এসময় পেশাগত দায়িত্ব পালনে ভিডিও করতে থাকেন মোবাশ্বির শ্রাবণ। তখন কয়েকটি রাবার বুলেট এসে তার মাথায় বিদ্ধ হয়। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

আহত সাংবাদিক মোবাশ্বির শ্রাবণ বলেন, ‌‘আমি ওই এলাকা অতিক্রমকালে সেখানে সংঘর্ষ চলছিল। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। আমি তা ভিডিও করতে থাকি। এসময় তিনটি বুলেট এসে আমার মাথায় লাগে।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এসআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।