রংপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৮ জুলাই ২০২৪
রংপুরে সংঘর্ষ

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষার্থী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশত আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মর্ডান মোড়ের তাজহাট থানা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে রংপুর জিলা স্কুল চত্বর থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে তাজহাট থানা ঘেরাও করতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

রংপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ও প্রশাসনের গাড়ি দেখলেই হামলা করছেন আন্দোলনকারীরা। মোবাইল দিয়ে ভিডিও করলেও আক্রমন করছেন। বেশ কয়েকজন সাংবাদিকের ওপরেও হামলা হয়েছে। মর্ডান মোড় ও তাজহাট থানা এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, তাজহাট থানায় আন্দোলনকারীদের হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

জিতু কবীর/এএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।