সিলেটে বিএনপি নেতা কয়েস লোদী গ্রেফতার
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে পুরনো বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবার (১৭ জুলাই) নতুন করে আরেকটি মামলা হয়েছে। সেই মামলায় তিনি আসামি। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রেজাউল হাসান কয়েজ লোদী সিলেট সিটি করপোরেশনের টানা চার বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহমেদ জামিল/এএইচ/এএসএম