কুমিল্লায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ জুলাই ২০২৪
প্রতীকী ছবি

কুমিল্লায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও চারজনের যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. সেলিম মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত মো. মাইনুদ্দিন নগরীর কালিয়াজুরী মধ্যপাড়া এলাকার মৃত মুর্শিদ মিয়ার ছেলে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কালিয়াজুরী শীলবাড়ীর হরিপদ দত্তের ছেলে রতন দত্ত, মৃত নান্নু মিয়া জমিদারের ছেলে মো. আশিক ও মো. বনি মিয়ার ছেলে আব্দুল হান্নান এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আল-আমিন।

আদালত সূত্রে জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০১২ সালের ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় আসামিরা কালিয়াজুরী মাজারের পূর্ব পাড়ার বাসা থেকে মোবাইলে কোড়েরপাড় ডেকে নিয়ে যান জাবেদ মিয়াকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মো. মাইনুদ্দিন (২৫), আল আমিন (২৬), আশিক (৩০), রতন (২৬) ও হান্নান (২৭) এর নাম উল্লেখ করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুনুর রশিদ ঘটনার মূল রহস্য উদঘাটন করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।