হবিগঞ্জে পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষ, আহত শতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৮ জুলাই ২০২৪

হবিগঞ্জে পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেমে থেমে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকশ রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

হবিগঞ্জে পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষ, আহত শতাধিক

বেলা ১১টা থেকে শহরের টাউন হল এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হয়। এ সময় আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের একটি দল শায়েস্তানগরে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা ধাওয়া পাল্টাধাওয়ার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় আন্দোলনকারীদের আরেকটি অংশ পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।