নারায়ণগঞ্জে সংঘর্ষ চলছে
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৮ জুলাই ২০২৪
নারায়ণগঞ্জে কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে শহরের চাষাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। কোটাবিরোধী শিক্ষার্থীরা পুলিশের জলকামান, সজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে।
এর আগে বেলা ১১টা থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। সেইসঙ্গে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলে দুপুরে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা পুলিশের জলকামান, সজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। তাদের হাতে লাঠিসোটাও দেখা গেছে। এখনও সংঘর্ষ চলছে।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম