দিনাজপুরে কবর থেকে চুরি হওয়া হাড়গোড় উদ্ধার, আটক ৩

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৭ জুলাই ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে কবর থেকে চুরি হওয়া বস্তাভর্তি মানুষের হাড়গোড়সহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পৌরসভার নুরজাহানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মৃত মনছের আলী মৃধার ছেলে জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১) ও রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে লালন মিয়া (৪২)।

দিনাজপুরে কবর থেকে চুরি হওয়া হাড়গোড় উদ্ধার, আটক ৩

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে নিজেদের তারা কঙ্কাল চোর বলে দাবি করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি জমি থেকে এক বস্তা মানবদেহের হাড় উদ্ধার করা হয়। একই জায়গা থেকে পৃথক আরেকটি ব্যাগে কবর খননের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আটকদের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারা এ চক্রের বেশ কয়েকজনের নাম আমাদের দিয়েছে। আমরা তাদের আটকের কাজ করছি। এ ঘটনায় নুরজাহানপুর কবরস্থান কমিটির পক্ষ থেকে মামলা করেছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।