মুন্সিগঞ্জে গায়েবানা জানাজায় পুলিশের বাধা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৭ জুলাই ২০২৪
ছবি: গায়েবানা জানাজায় বাধা দিয়েছে পুলিশ

মুন্সিগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় নামাজের ঈমাম ও বিএনপির এক নেতাকে আটক করা হয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র হত্যার ঘটনায় বেলা ১১টায় গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীরা জানাজায় দাঁড়ান। জানাজা শুরু হতেই পুলিশ ঈমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই ২ জনকে আটক করা হয়। একইসঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের দুই নেতাকে ধরে নিয়ে গেছে। আটক দুই নেতার মুক্তি দাবি করছি।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।