বেড়েছে পেঁয়াজ আমদানি, কমেছে দাম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি দিনাজপুর (হিলি)
প্রকাশিত: ১২:১১ পিএম, ১৭ জুলাই ২০২৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮-১০ টাকা কমেছে। এতে অনেকটা স্বস্তিতে ক্রেতারা।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, শনিবার ১৬টি গাড়িতে ৪৫১, রোববার ৯ গাড়িতে ২৬২, সোমবার ১৭ গাড়িতে ৪৮৭, মঙ্গলবার ২৩ গাড়িতে ৬৬৩ টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়।

বুধবার সকালে হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজিতে ৯৫-১০০ টাকা। এখন ৮৮-৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজের দাম প্রায় একই রকম।

ষাটোর্ধ আশরাফুল আলম জানান, কয়েক দিনের তুলনায় আজ কিছুটা পেঁয়াজের দাম কমেছে। এটা আমাদের জন্য ভালো। তবে দাম আরও কমলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ভালো হতো।

পেঁয়াজ ব্যবসায়ী শাকিল বলেন, আড়তে কয়েকদিনের তুলনায় আমদানি বেড়েছে। এতে করে খুচরা বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় দাম কেজিতে প্রকার ভেদে ৭-১০ টাকা কমেছে। আমরা খুচরা ব্যবসায়ী। কমদামে কিনলে কম দামেই বিক্রি করি। দাম বাড়া বা কমায় আমাদের কোনো হাত থাকে না।

হিলি স্থলবন্দরে গণসংযোগ কর্মকর্তা সোবহান হোসেন প্রতাব মল্লিক জানান, দিন দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়তে শুরু করেছে। বন্দরে প্রক্রিয়া শেষে জটিলতা ছাড়ায় দ্রুত ছাড় করা হচ্ছে, যাতে আমদানিকারকের কোনো সমস্যা না হয়।

 মো. মাহাবুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।