যশোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৪

যশোরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষার্থীরা পানি পান করার জন্য ডিসি অফিস চত্বরে টিউবওয়েল যান। এসময় যশোর সন্তান কমান্ডার নেতারা বাঁশ দিয়ে চার-পাঁচজন শিক্ষার্থীকে মারপিট করেন।

এর আগে কোটা সংস্কারের দাবি এবং ঢাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় খুলনা-যশোর মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।

যশোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলা

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিক্ষোভকারী শিক্ষার্থীদের কথা শোনেন। বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানান।

মিলন রহমান/জেডএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।