রাজশাহীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা
রাজশাহীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম নুরুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার পাতান আলীর ছেলে। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরও বলেন, ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা এসে নুরুল ইসলামের ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। নুরুল ইসলামের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/এমএস