‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ লিখে ছাত্রলীগ নেতার পদত্যাগ
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৬ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ছাত্রলীগ নেতা মো. ওমর ফারুক আকন্দ। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী থানা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে ওমর ফারুক লেখেন, ‘আমি মো. ওমর ফারুক আকন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার ‘উপ-আইন বিষয়ক সম্পাদক’ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না।’
এ বিষয়ে তিনি বলেন, যে নীতি আর আদর্শ নিয়ে ছাত্রলীগে যুক্ত হয়েছিলাম সেটা এই সংগঠনে নেই। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি জানান, তিনি বিষয়টি জানেন না।
মো. নাসিম উদ্দিন/জেডএইচ/এমএস