গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৫ জুলাই ২০২৪
গ্রেফতার ইব্রাহিম সরকার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম সরকার (৪৮) নামের সাবেক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম নয়নাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি খাগকান্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলার বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে থাকেন। চারমাস আগে ছেলে-মেয়েকে নিয়ে তিনি তার বাবার বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ির পাশে ইব্রাহিম সরকারের বাড়ি। ইব্রাহিম তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৩ জুলাই) বিকেলে ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে ধর্ষণচেষ্টা চালান ইব্রাহিম সরকার।

একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।