বাড়িতে হেরোইন, দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৪ জুলাই ২০২৪
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম (৩০) নামে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছর ও মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রোববার (১৪ জুলাই) বিকেলে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কাজল জেলা শহরের দারিয়াপুর গ্রামের তৈয়মুরের ছেলে ও মরিয়ম গোদাগাড়ীর মহিষালবাড়ির ইউনুস আলীর স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৮ সেপ্টেম্বর র্যাবের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয় কাজল ও মরিয়ম। পরদিন সদর থানায় মামলা করেন র্যাবে ও উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ।

সোহান মাহমুদ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।