১১ বছর পলিয়েও শেষ রক্ষা হলো না শহীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৪ জুলাই ২০২৪

১১ বছর পলিয়েও শেষ রক্ষা হলো না মো. শহীদ উল্যাহর। রোববার (১৪ জুলাই) ভোরে তাকে ফেনীর সোনাগাজী থেকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানায়, ২০১৩ সালে যৌতুক নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে শহীদকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তখন থেকে তিনি পলাতক। আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।

শহীদ উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা।

সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।