বেনজীরের সঙ্গে সরকার লুকোচুরি করছে: দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৪ জুলাই ২০২৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে সরকার লুকোচুরি করছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

রোববার (১৪ জুলাই) দুপুরে নীলফামারী সদরের রামগঞ্জে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার নীল নকশাকে বাস্তবায়ন করেছে। সে সময় বেনজীর নৃশংসভাবে হত্যাকাণ্ডের হুকুম দিয়েছেন। আর সরকার তার সঙ্গে লুকোচুরি করছে। আমরা মনে করি অবিলম্বে গ্রেফতার করে তাকে হত্যাকাণ্ডের বিচারের মধ্যে নিয়ে আসা উচিত ও তার দুর্নীতির বিচার করা উচিত।

গোলাম রব্বানী নিহতের প্রসঙ্গ টেনে আসাদুল হাবিব দুলু বলেন, ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দীর্ঘদিন হয়ে গেছে হত্যাকাণ্ডের আমরা বিচার পাইনি। বাংলাদেশে প্রায় ৬০০ এর অধিক নেতাকর্মীকে সে সময় সরকার বিভিন্নভাবে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করে।

ইব্রাহিম সুজন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।