পাবনার চরমপন্থি নেতা রাজবাড়ীতে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৪ জুলাই ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দে সহিদ মোল্লা (৪৪) নামের এক চরমপন্থি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সহিদ মোল্লা পাবনার আমিনপুর থানার বড় দুর্গাপুর গ্রামের কানাই মোল্লার ছেলে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি খুন হয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়া এলাকার এক‌টি মেহগনি বাগানে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সহিদ মোল্লাকে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে প্রহার করে প্রতিপক্ষ। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

রু‌বেলুর রহমান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।