যুবককে ছুরিকাঘাত করে টাকা-ফোন ছিনতাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:৪০ এএম, ১৪ জুলাই ২০২৪
ছুরিকাহত রফিকুল ইসলাম

যশোরের শার্শায় রফিকুল ইসলাম (৪২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুলাই) সকালে শার্শা থানার ছোট বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল তার এক আত্মীয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে বাড়ির অদূরে ফাঁকা রাস্তায় রফিকুলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের কয়েক জায়গায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুলের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামাল হোসেন/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।