পানছড়ি মাদরাসার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ির পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদরাসার সুপারিন্টেনডেন্ট পদের ‘অবৈধ’ নিয়োগ বাতিল ও দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন ‘অনিয়মে’র প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নিয়োগ বাতিল করে মাদরাসার সুনাম ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
শনিবার (১৩ জুলাই) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পানছড়ির ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আসিফ করিম, ৫ নম্বর দমদম ওয়ার্ডের মেম্বার আবদুল জব্বার, ৪ নম্বর মোহাম্মদপুর ওয়ার্ডের মেম্বার মো. ইউসুফ আলী ও উল্টাছড়ি ইউনিয়নের মেম্বার মো. ফজলু মিয়া প্রমুখ।
‘অবৈধভাবে’ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম সুপারিন্টেনডেন্ট পদে নিয়োগ দিয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতি ও অনিয়মে প্রতিষ্ঠানটি নিমজ্জিত হয়ে পড়ে।
দ্রুত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
মুজিবুর রহমান ভূঁইয়া/জেডএইচ/জেআইএম