গ্যাসের অভাবে সার উৎপাদন কম: শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৩ জুলাই ২০২৪
নরসিংদীর পলাশে সার কারখানার কার্যক্রম পরিদর্শন করেন শিল্পমন্ত্রী

গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই ভোলায় একটি নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সারা বিশ্ব থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের গ্যাসের কিছুটা অভাব আছে। দেশের সার কারখানার জন্য পর্যাপ্ত গ্যাস দিতে পারছি না। সে কারণে আমাদের প্রডাকশন কিছুটা কম।

মন্ত্রী আরও বলেন, আমাদের আধুনিক সার কারখানা স্থাপন হয়েছে। সবার যৌথ চেষ্টায় আজ বৃহৎ এই কারখানাটি প্রডাকশনে গেছে। আমরা যদি কারখানাগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আর বিদেশ থেকে সার কিনতে হবে না।

সঞ্জিত সাহা/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।