মাকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ, ছেলে-পুত্রবধূ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১২ জুলাই ২০২৪

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে মাকে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে মাটি খুঁড়ে সোনা বানু (৪০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সদর উপজেলার ফতেপুর সন্ন্যাসী বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোনা বানু ফতেপুর গ্রামের মৃত আলতাফ মোল্লার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় তার ছেলে আরিফ হোসেন ও স্ত্রী ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোনা বানুকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখেন তার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

নিহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনা বানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরে একটি বাগানে ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে একটি ছোট গর্ত থেকে সোনা বানুর মরদেহ উদ্ধার করে।

মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

স্বজনদের দাবি, স্বামী মারা যাওয়ার পর এক সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন সোনা বানু। সেই স্বামীর প্রথম স্ত্রীর সন্তান ছিল। দ্বিতীয় স্বামীর ঘরে সোনা বানুর আরও দুটি সন্তান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজ ছেলে ও সতিনের ছেলের মধ্যে বিরোধ শুরু হয়। ওই জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।