দুদিন পর চাঁদপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১২ জুলাই ২০২৪

চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হওয়ায় চাঁদপুরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুর ১টার পর থেকে শহরের কিছু আবাসিক লাইনে গ্যাস আসতে শুরু করে। ধীরে ধীরে সন্ধ্যা পর্যন্ত সব গ্রাহকই গ্যাস পাচ্ছেন।

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এতথ্য জানা গেছে। এর আগে দীর্ঘ প্রায় ৬০ ঘণ্টা জেলা সদর ও আশপাশের এলাকার আবাসিক লাইনের গ্রাহকরা গ্যাস থেকে বঞ্চিত ছিলেন।

বুধবার (১০ জুলাই) ভোর থেকেই চাঁদপুরে গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়। দিনের বেলায় গ্যাসের চাপ খুবই কম ছিল। সন্ধ্যার পরে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার মুন্সিবাড়ির ফাতেমা ইসলাম বলেন, ‘হুট করে গ্যাস না থাকায় অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। সেটা যদি ২-৩ ঘণ্টার হতো মেনে নেওয়া যেতো। কিন্ত দুদিন ধরে গ্যাস ছিল না বাসায়। যে কারণে রান্নাবান্না করা হয়নি। বাইরের খাবার খেতে হয়েছে। বিকেলে গ্যাস আসায় এখন স্বস্তি লাগছে।’

নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা শিক্ষার্থী মানসুর আহমেদ মিরাজ বলেন, ‘এমন পরিস্থিতি কখনো হয়নি। গ্যাসের সঙ্গে বিদ্যুতেরও সমস্যা হয়েছে। খাবার কিনতে লাইনে দাঁড়াতে হয়েছে। খুবই সমস্যায় ছিলাম।’

এমন পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ম্যানেজার মোবারক হোসেন।

তিনি বলেন, সকালে চট্টগ্রাম থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও চাঁদপুরে চালু হতে একটু দেরি হয়েছে। এখন সবাই গ্যাস পাচ্ছেন।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।