কথায় নয়, কাজে যোগ্যতার পরিচয় পাবেন: সিলেটের নতুন এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১২ জুলাই ২০২৪
সিলেটের নতুন এসপি আব্দুল মান্নান

অপরাধ দমন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চেয়েছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘কথায় নয়, কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় পাবেন। আমি কেমন মানুষ বা কেমন ব্যক্তি তা বিচার বিশ্লেষণ করবেন আপনারা। আগে কোনো আশ্বাস দিতে চাই না আমি কী করবো বা করতে পারবো। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার পরিচয় দিতে চাই।’

মতবিনিময় সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুধবার (১০ জুলাই) সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আব্দুল মান্নান। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন তিনি।

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।