মহাসড়কে জাবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে পুলিশ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১১ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছেন জাবি শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এর আগে, দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় ঢাকা জেলা পুলিশ।

এসময় তালাবদ্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এসময় প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রক্টরিয়াল বডি ও ফটকের বাইরে পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। প্রায় ১০ মিনিটের মুখোমুখি অবস্থান শেষে প্রধান ফটকের তালা ভেঙে ও পুলিশের বাঁধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা সড়কের দুই পাশের রাস্তা বন্ধ করে দেন। পুলিশের সাজোয়াঁ যান কয়েকটি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

মহাসড়কে জাবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম ইমন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের অবরোধ কর্মসূচি চলবে। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা আমাদের কর্মসূচি চলমান রাখবো।

ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, গত কয়েকদিনের টানা অবরোধে উত্তরবঙ্গগামী মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে। আদালতের পক্ষ থেকে তাদের কাছে এক মাসের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করি, আদালতের প্রতি সম্মান রেখে তারা জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবেন। আধাঘণ্টার মধ্যে কর্মসূচি শেষ করতে তাদের অনুরোধ জানানো হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।