কুমিল্লা নগরীর ৯০ শতাংশ এলাকায় গ্যাস নেই, ভোগান্তি চরম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১১ জুলাই ২০২৪
কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে

কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। ৯০ শতাংশ এলাকায় গ্যাস নেই। গ্যাস সংকটে বাসায় রান্না করতে না পেরে হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, নোটিশ কিংবা মাইকিং ছাড়াই গত দুদিন ধরে নগরীতে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বুধবার (১০ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ গ্যাসের চাপ কমে যায়। বিকেল ৩টার দিকে স্বাভাবিক হলেও বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আবারও কমতে থাকে গ্যাসের চাপ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চাঁপাপুর কার্যালয়ের ইঞ্জিয়ারিং সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মীর ফজলে রাব্বী জানান, গ্যাস সরবরাহ লাইনে সমস্যা এবং মেরামত কাজের জন্য হঠাৎ করে কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।

নগরীর চর্থা চৌমুহনী এলাকার বাসিন্দা গৃহিণী খাদিজা আক্তার বলেন, ‘বুধবার রান্নার মাঝামাঝি সময়ে হঠাৎ গ্যাস সংকট দেখা দেয়। ওই গ্যাসে রান্না সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে সব খাবার ফেলে দিয়ে হোটেল থেকে খাবার কিনে খেয়েছি।’

ডাক্তারপাড়া এলাকার ইমরান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে ফোন আসে গ্যাস চলে গেছে। দুপুরে বাসায় যাওয়ার সময় হোটেল থেকে খাবার নিয়ে যেতে বলে। গত দুদিন ধরে এ সমস্যা দেখা দিয়েছে। বাখরাবাদ কর্তৃপক্ষের উচিত ছিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমস্যা ও সমাধানের বিষয়টি গ্রাহকদের জানানো।’

আশকতলা ছায়া বিতান এলাকার বাসিন্দা মুক্তা বেগম। তিনি বলেন, ‘গত দুদিন ধরে গ্যাস সমস্যার মধ্যে আছি। কবে নাগাদ ঠিক হবে তাও জানি না। এভাবে চলতে থাকলেতো দিন দিন কষ্ট বেড়ে যাবে। বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

মরিয়াম বেগম নামের এক গৃহিণী বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে জানলাম গ্যাস থাকবে না। পরে চুলা জ্বালিয়ে দেখি গ্যাস কম। আগুনের যে তাপ রয়েছে তাতে একটি ডিম ভাজি করতে অন্তত ২০ মিনিট সময় লাগবে। ঘরে শিশুসন্তান থাকায় খুবই ভোগান্তিতে আছি।’

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চাঁপাপুর কার্যালয়ের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মীর ফজলে রাব্বী জাগো নিউজকে বলেন, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় গ্যাস সরবরাহ পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। সেটি মেরামতের কাজ চলছে। এ ঘটনায় কুমিল্লাসহ আশপাশের ৯০ শতাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রাকৃতিক কোনো সমস্যা না দেখা দিলে শুক্রবার দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।