ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১১ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলের মধ্যে পুকুর খনন করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুবলিয়াপাড়ার আরশাদ আলীর ছেলে আলী মনসুর (৩৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন (২৫)।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিশুতারা বিলের মধ্যে একটি পুকুর খনন করছিলেন শ্রমিকরা। তারা ময়মনসিংহের বাসিন্দা। বুধবার (১০ জুলাই) রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় পাড়ের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক পানিতে তলিয়ে যান। এদের মধ্যে একজন সাঁতরে প্রাণে রক্ষা পান। তবে বাকি দুজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেন। একপর্যায়ে তাদের মরদেহ পাওয়া যায়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।