খুলনায় ডায়াগনস্টিক সেন্টার ও হোটেলকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৪৯ এএম, ১১ জুলাই ২০২৪

খুলনায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি হোটেলকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বুধবার এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, সদর থানার সাতরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নিউ জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে অপরিষ্কার পরিবেশে মিষ্টি উৎপাদন করায় ১০ হাজার টাকা, দুলাভাই হোটেলকে অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং বিক্রি করায় ১০ হাজার টাকা এবং খুলনা মাতৃমঙ্গল ও হেলথ কেয়ারকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আলমগীর হান্নান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।