সাভার

ঢাকা-আরিচা সড়কে যানবাহনের ধীরগতি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১০ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে দিনভর অবরোধের পর সন্ধ্যায় খুলে দেওয়া হয় ঢাকা-আরিচা মহাসড়ক। এরপর থেকে সাভারের মহাসড়কগুলোতে দেখা দেয় পরিবহনের জটলা।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে কয়েকটি পয়েন্টে দেখা দেয় যানবাহনের ধীরগতি।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দিনভর অবরোধ করে রাখেন ঢাকা-আরিচা মহাসড়ক। সন্ধ্যায় সেটি খুলে দিলে মহাসড়কগুলোতে চাপ বাড়তে থাকে। এতে করে কয়েকটি পয়েন্টে দেখা দেয় যানবাহনের জটলা। ফলে সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, বিশমাইল, নবীনগরসহ কয়েকটি এলাকায় দেখা দেয় যানবাহনের ধীরগতি। পরে সেটি ছড়িয়ে পড়ে নবীনগর-চন্দ্রা সড়কে। সড়কটির পল্লীবিদ্যুত, বাইপাইল, পলাশবাড়ী, ডিইপিজেডসহ কয়েকটি পয়েন্টও দেখা যায় একই চিত্র।

সাভার পরিবহনের চালক আসলাম মিয়া বলেন, বেলা ১১টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধে আটকে ছিলাম। যখন অবরোধ ছাড়ে তখন গাড়ি চাপে সড়কে দেখা দেয় যানজট।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক সারাদিন বন্ধ থাকায় সন্ধ্যার পর পরিবহনের চাপ পড়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সড়কে কাজ করছে পুলিশ।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।