সাতক্ষীরায় সংঘর্ষে শ্রমিক নেতা নিহত


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার কালীগঞ্জে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রমিক নেতা রাজু আহম্মেদ বাবু (৩৪) নিহত হয়েছেন। তিনি শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক। এসময় আহত হয়েছেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

মঙ্গলবার রাত ৮টার দিকে কালীগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেতা কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

শ্রমিকরা জানান, কালীগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ দখল করে নেয়। আর এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সন্ধ্যার পর মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপ পুনরায় দখল নিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আকরামুল ইসলাম/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।