নোয়াখালীতে ৪ টন ভারতীয় চিনি জব্দ, আটক ১
নোয়াখালীর চাটখিলে চার হাজার কেজি (চার টন) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় একটি পিকআপ গাড়িসহ রিয়াদ হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ত্রিপল মোড়ানো একটি নীল রঙের পিকআপ তল্লাশি করে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে।
এসময় গাড়িসহ চালক রিয়াদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, এসব চিনি কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে থেকে দেশে আনা হয়েছে। পরে কুমিল্লার মনোহরগঞ্জ পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে তিনি নোয়াখালীর দিকে চলে আসেন।
আটক রিয়াদ হোসেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।
ওসি ইমদাদুল হক বলেন, আটক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস