তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৯ জুলাই ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে পৌর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৫ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় আরও ৯ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।