গাইবান্ধায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজন ও পরে হাসপাতালে একজন নিহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এদিকে ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এ এইচ শামীম/জেডএইচ/এএসএম